অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন স্মরণসভায় সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি মুক্তিযুদ্ধ গবেষণা ও তৃণমূল শিশুদের জীবন উন্নয়নে কার্যক্রমের কারণে চির অমর হয়ে থাকবেন।
২৭ আগস্ট মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গবেষকের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম রোটারি সেন্টারে। ত্রৈমাসিক ত্রিকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। ত্রিকালের ব্যবস্থাপনা সম্পাদক শ্যামল বৈদ্য সবুজের সভাপতিত্বে এ সভায় প্রধান আলোচক ছিলেন শিক্ষক শামসুদ্দিন শিশির।
আলোচনায় অংশ নেন দৈনিক পূর্বদেশ’র সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মনোজ কুমার দেব। স্মৃতিচারণ করেন লিটন দাশগুপ্ত, শৈবাল বড়ুয়া, আহসান হাবীব ও স্যারের নিত্যসহচর ড্রাইভার মো. বিপ্লব খান। বিজ্ঞপ্তি
মহানগর