ড. অনুপম সেনের সাথে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১ টায় তাঁরা প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে তাঁর প্রিমিয়ার ইউনিভার্সিটি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
ড. অনুপম সেন বলেন, তাঁরা প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে আইন শিক্ষা সম্পন্ন করে আইনজীবী হিসেবে কর্মক্ষেত্রে সার্থকতা অর্জন করবেন। বিশেষভাবে এই পেশাকে তাঁরা মানবিক পেশা হিসেবে গ্রহণ করে দেশের মঙ্গলে নিয়োজিত থাকবেন এটাই প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট এস. এম. রাশেদ চৌধুরী, অ্যাডভোকেট এইচ. আর. নাজমি ডেভিড, অ্যাডভোকেট পার্থ নন্দী, সঞ্জয় মহাজন, রাজীব ভট্টাচার্য, অ্যাডভোকেট এস. এম. দিদার, মোস্তফিজুর রহমান, আকাশ নাথ, আবুল হাসনাত তালুকদার, শুভ আইচ, পঙ্কজ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস ও তৌহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি