ডিসির রাজস্ব শাখায় ১১২ টাকায় নিয়োগ পেলেন ৯০ প্রার্থী

আবেদনকারী ৩১ হাজার

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় ১১২ টাকায় চাকরির আবেদন করে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা দিয়ে নিয়োগ পেলেন ৯০ জন প্রার্থী।
গতকাল রোববার চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মামনুন আহমেদ অনীক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখা, উপজেলার ১৫টি ভূমি অফিস ও মহানগরের ৬টি সার্কেল ভূমি অফিসের ৬টি ক্যাটাগরিতে ৯০টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৬টি ক্যাটাগরিতে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির-কাম-ক্যাশিয়ার, মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী পদে ৯০টি শূন্য পদের বিপরীতে ৩১ হাজার ৪২৩ জন প্রার্থী আবেদন করেন। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্তভাবে ৯০ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় নির্বাচনী বোর্ড এর সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, ‘২১টি ভূমি অফিস নিয়ে চট্টগ্রাম জেলা বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ভূমি ব্যবস্থাপনা কেন্দ্র। দীর্ঘদিন জনবল সংকটে থাকায় ভূমি ব্যবস্থাপনায় কাক্সিক্ষত লক্ষ্য অর্জন দুরূহ হয়ে পড়ে। এ নিয়োগ চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা করবে বলে আমার বিশ্বাস।’

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, ‘সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেরা প্রার্থী বাছাই করা হয়েছে। নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও আইনানুগভাবে সম্পন্ন করতে ২৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরলস পরিশ্রম করেছেন।’