ডা. শাহাদাতের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

ডা. শাহাদাত হোসেনের পক্ষে ত্রাণ বিতরণ করছেন ভিপি নাজিম উদ্দিনসহ নেতৃবৃন্দ

মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে ত্রাণ বিতরণকালে ভিপি নাজিম উদ্দিন বলেছেন, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন দীর্ঘ তিন মাস ধরে গরীব অসহায়দের মাঝে ত্রাণ দিয়ে যাচ্ছেন। সারাদেশে করোনা ভাইরাস এর প্রভাব বেড়েই চলছে। সরকারি লকডাউন শীতল করার কারণে দিন দিন চট্টগ্রামে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। তাই সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকারকে এর মাশুল দিতে হবে। অন্যদিকে সাধারণ মানুষ নিদারুন কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। সরকারি ত্রাণ গরিব অসহায়দের ঘরে ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছে সরকার। এ অবস্থায় ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে প্রতিদিন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
আজ সোমবার (১৮ মে) দুপুরে নগরীর প্রবর্তক ট্রিটমেন্ট হাসপাতালের সামনে গরিব-অসহায়-দুস্থদের মাঝে ডা. শাহাদাত হোসেনের পক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফ মেহেদি, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি