টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জকির গ্রুপের অন্যতম সদস্য নিহত হযেছে। নিহত ব্যক্তি টেকনাফের সাবরাং ইউনিয়নের আছার বুনিয়া পাড়া এলাকার আব্দুল মতলবের পুত্র মো. ইসহাক (৩২) সে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সদস্য বলে জানা গেছে।

এ সময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  শুক্রবার ভোরে টেকনাফের খন্দকারপাড়ায় এলাকায় এই বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মে শুক্রবার ভোরে টেকনাফের খন্দকারপাড়ায় ডাকাত ইসহাকের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে ইসহাক নিহত হয়। ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, বন্দুকযুদ্ধে র‌্যাবের তিন সদস্যও আহত হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।