টি-টোয়েন্টিতেও থাকতে হচ্ছে মুশফিককে

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকল থেকে মুক্তি পেতে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু সুরক্ষা বলয়ের কারণেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে হচ্ছে। পরের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হলে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজের সময়ও থেকে যেতে হবে মুশফিককে।

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া যে কঠিন কিছু শর্ত দিয়েছে, সেটির অংশ হিসেবেই ভাবনার এই বদল এসেছে। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

’ অস্ট্রেলিয়া সিরিজের জন্য অন্তত ১০ দিন আগে থেকে বায়ো-বাবলে থাকতে হবে। মুশফিক জিম্বাবুয়েতে ওয়ানডে খেলে দেশে ফিরে এলে তাই অস্ট্রেলিয়া সিরিজে ওর খেলা কঠিন হবে। এটা নিয়েই আমরা আলোচনা করেছি। এখনও চ’ড়ান্ত নয়, যেহেতু আনুষ্ঠানিক অনুমোদন হয়নি। তবে আপাতত যা সিদ্ধান্ত, ওকে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজেও থাকতে হবে।’

’মুশফিকের জন্য ব্যাপারটি কঠিন। আসলে এই সময়ে সব দেশের ক্রিকেটারদের জন্যই জন্যই টানা বাবলে থাকা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এই বাস্তবতায় আর কিছু করার নেই।’

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে ২৯ জুলাই। জিম্বাবুয়ে সফর শেষ করে একই দিনে দেশে ফিরবে বাংলাদেশ দলও। ফিরেই সরাসরি টিম হোটেলে সুরক্ষা বলয়ে ঢুকতে হবে দলকে। জিম্বাবুয়েতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ ২২ জুলাই।

এরপর মুশফিকের দেশ ফেরার কথা ছিল। কিন্তু ১০ দিন সুরক্ষা-বলয়ে থেকে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে হলে জিম্বাবুয়েতে তার থেকে যাওয়া ছাড়া উপায় নেই। মহামারীকালের অন্য সব সিরিজের মতো জিম্বাবুয়ে সিরিজও হচ্ছে সুরক্ষা বলয়েই।

প্রধান নির্বাচক জানালেন, শুধু মুশফিক নয়, ওয়ানডে দলের আরও ক্রিকেটারকে রেখে দেওয়া হবে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজে।

’যেহেতু ১০ দিন আগে বাবলে ঢোকার ব্যাপার আছে, সতর্কতা হিসেবে আরও ওয়ানডে দলের আরও দু-তিন জন ক্রিকেটারকে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজে রেখে দেব আমরা। কারণ কারও ইনজুরি হতে, অসুস্থ হতে পারে। সতর্কতা হিসেবেই বাড়তি ক্রিকেটার আমরা বাবলে রেখে দেব। পরশু দিন (বৃহস্পতিবার) আশা করি চ’ড়ান্ত হবে, ওয়ানডে দলের কজন টি-টোয়েন্টির সময়ও থাকবে।’

জিম্বাবুয়েতে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আগামী ২৩, ২৫ ও ২৭ জুলাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ আগামী মাসের শুরুতে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৫টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। খবর বিডিনিউজের