জয় দিয়ে রিংয়ে অভিষেক মোহাম্মদ আলীর নাতির

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

জয় দিয়ে পেশাদার বক্সিংয়ে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর নাতি নিকো আলী ওয়ালশ।  জয়ের পর প্রয়াত নানার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শনিবার রাতে ওকলাহোমায় নানার কাছ থেকে পাওয়া শর্টস পরেই জর্ডান উইকসের মুখোমুখি হন নিকো।  প্রথম রাউন্ড শেষ হওয়ার আগেই নকআউটে জেতেন তিনি। ম্যাচের ফয়সালা হতে দুই মিনিট সময়ও লাগেনি।

মোহাম্মদ আলীর প্রোমোটার বব অ্যারামের হাত ধরেই পেশাদার বক্সিং রিংয়ে আত্মপ্রকাশ ঘটল ২১ বছর বয়সী নিকোর। মোহাম্মদ আলীর মোট ২৭টি লড়াইয়ে প্রোমোটার ছিলেন তিনি।

জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন নিকো। পাশাপাশি নানা মোহাম্মদ আলীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি, ‘আমার এই পথচলার পুরোটার সঙ্গে জুড়ে আছে আবেগ। আমি যেমনটা প্রত্যাশা করেছিলাম, তেমনটাই ঘটেছে। অবশ্যই, নানার কথা কদিন ধরেই অনেক ভাবছি। তাকে ভীষণ মনে পড়ছে’।

৮৯ বছর বয়সী প্রোমোটার অ্যারাম জানান, ‘এই তরুণ ছেলেটির জন্য জাদুকরী একটি রাত! সে যে কায়দায় তার নানাকে শ্রদ্ধা জানাল, তিনি দেখতে পেলে খুবই খুশি হতেন’।

মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আলীই নিকোর মা। নিকো পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রের নেভাডা বিশ্ববিদ্যালয়ে।