জিদানের অসম্মানে চটেছেন এমবাপ্পে

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর অনেক দিন ধরেই কোচিং থেকে দূরে ফরাসি কিংবদন্তি জিদান। গুঞ্জন ছিল ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে পারেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী। কিন্তু দিন কয়েক আগে পুরনো কোচ দিদিয়ের দেশমকেই নতুন করে ফরাসি ফুটবল ফেডারেশন দায়িত্ব দিয়েছে। ইস্যুটা থেমে যেতে পারতো এখানেই। কিন্তু জিদানকে অসম্মান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত। খবর বাংলাট্রিবিউন’র।
আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেছেন, ‘আমি ভালো করেই জানি জিদান কোচিংয়ের আলোচনায় সব সময় ছিল। তার অনেক সমর্থক। অনেকে আবার দেশমের চলে যাওয়ার অপেক্ষায়। কিন্তু দেশমের কেউ নিন্দা করতে পারবে? কেউ না।’
এর পরেই তাকে প্রশ্ন করা হয়েছিল যেহেতু দেশমকে ফ্রান্সের কোচ হিসেবে রাখা হয়েছে। ফলে জিদান এখন ব্রাজিলের দায়িত্ব সামলাতে পারেন কিনা। জবাবে বিন্দুমাত্র সম্মান দেখিয়ে কথা বলেননি গ্রায়েত, ‘আমার তাতে কিছু যায় আসে না। সে যেখানে খুশি যাক। এটা আমার ব্যাপার না। আমি তার সঙ্গে কখনো দেখা করিনি। আর দেশমকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তাও করিনি। জিদান যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে আমি তার ফোন ধরবো না।’
ফরাসি ফুটবল প্রধানের এই মন্তব্য প্রচার হতেই সমালোচনার ঝড় বইতে থাকে সোশ্যাল মিডিয়ায়। একজন কিংবদন্তির প্রতি ন্যুনতম সম্মান না দেখানোয় ভীষণ চটেছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেও। তিনি তো টুইটারে এভাবেই লিখেছেন, ‘জিদানই ফ্রান্স। আমরা কিংবদন্তিকে এভাবে অসম্মান করতে পারি না।’