জাপানে ১০ জনে একজনের বয়স ৮০, উদ্বিগ্ন সরকার

সুপ্রভাত ডেস্ক »

পূর্ব এশিয়ার দেশ জাপানে প্রথমবার ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছরের বেশি। সাড়ে ১২ কোটির জনসংখ্যার দেশটিতে ২৯ দশমিক ১ শতাংশের বয়স ৬৫ বছর। নতুন জরিপে এমন তথ্য জানা গেছে। চলতি বছর এই সংখ্যা রেকর্ডে পৌঁছানোয় উদ্বিগ্ন দেশটির সরকার। বিশ্বে জন্মহার সবচেয়ে কম জাপানে। কিন্তু এই হার কীভাবে বাড়ানো যায়, এ নিয়ে দীর্ঘদিন কাজ করছে সরকার। অনেকে সন্তান জন্মদানে অনিহা। ফলে জনসংখ্যা কমতির দিকে জাপানে।

জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে অধিক বয়স্ক মানুষের হারও বেশি পূর্ব এশিয়ার এই দেশটিতে। বয়স্ক নাগরিকের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে এই হার ২৪ দশমিক ৫ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ফিনল্যান্ডে ২৩ দশমিক ৬ শতাংশ নাগরিকের বয়স ৬৫ বছরের বেশি।

জাতীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, ২০৪০ সালের মধ্যে জাপানে ৬৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার হার ৩৪ দশমিক ৮ শতাংশে দাঁড়াতে পারে। জাপানে বিয়ে করলেও সন্তান জন্মদানে অনীহা দম্পতিদের। তবে জন্মহার বাড়ানোর প্রচেষ্টা বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। সূত্র: বিবিসি