চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি হস্তান্তর

বঙ্গবন্ধু গোল্ডকাপ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ২০২১ আসরে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম মহানগর চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম জেলা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এ দুই দলকে আগের মত এবারও আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করেছেন চট্টগ্রাম জেলা ত্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছিরউদ্দিন। পাশাপাশি সংস্থার ফুটবল কমিটির সম্পাদক মো. শাহজাহানও করেছেন একই ধরনের সহযোগিতা।
এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সিজেকেএস কনভেনশন হলে উক্ত চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস। সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস য্গ্মু সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, মো. দিদারুল আলম, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর সাইফুদ্দীন চৌধুরী, রায়হান উদ্দিন রুবেল, মো. এনামুল হক, মো. কাজী জসিম উদ্দিন, সাইফুল আলম খান, চট্টগ্রাম মহানগর দলের ম্যানেজার মোশাররফ হোসেন লিটন, কোচ মহসিন সাজু, জেলা ফুটবল দলের ম্যানেজার মো. রাশেদ, কোচ আবু সরওয়ার ও মহানগর বালিকা দলের ম্যানেজার হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর দলের চ্যাম্পিয়ন ট্রফি এবং জেলা দলের রানার্সআপ ট্রফি উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আ জ ম নাছির উদ্দীনের হাতে হস্থান্তর করেন।