চবি সংবাদদাতা »
সংঘর্ষে জড়িত থাকা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মিথ্যে বলে বিভ্রান্ত করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ২ জনকে এক বছর ও বাকি ১০ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির আয়োজিত জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ছয়জন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল পরিচালিত সিএফসি এবং বাকি ৬ জন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু পরিচালিত সিক্সটি নাইন গ্রুপের অনুসারী।
সিএফসি গ্রুপের অনুসারীদের মধ্যে আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মির্জা কবির সাদাফ এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন। ছয় মাসের জন্য বহিষ্কৃত হয়েছেন- লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অহিদুজামান সরকার, সমাজতত্ত্ব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খালেদ মাসুদ, কম্পিউটার সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিল হোসেন ও আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তৌহিদ ইসলাম।
সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশরাফুল আলম নায়েম। ছয় মাসের জন্য বহিষ্কৃত হয়েছেন- অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফরহাদ, ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জুনায়েদ হোসেন জয়, পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আকিব জাভেদ, আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. নাঈম ও বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল ইসলাম ভূঁইয়া জানান, সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় জড়িত থাকা ও মিথ্যা তথ্য দিয়ে প্রশাশনকে বিভ্রান্ত করায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমাদের এই সিদ্ধান্ত। বহিষ্কৃতরা এই সময়ে ক্যাম্পাসে বা হলে অবস্থান করতে পারবে না। যাদের ছাত্রত্ব শেষ তাদেরকে হল ও ক্যাম্পাস ত্যাগ করতে হবে।