চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় নগরীতে মৃত্যু শূন্য উপজেলায় ২, শনাক্ত ১১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় নগরীতে কেউ মারা যায়নি,উপজেলায় মারা গেছেন দুইজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২১১ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৭২৪ জন।

শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ৯ টি ল্যাবে ১ হাজার ৭০০ নমুনায় আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ১১৪ জন এবং উপজেলায় ৭৩ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৭১ হাজার ৮৬৯ জন এবং উপজেলায় ২৬ হাজার ৮৫৫ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৭২৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে উপজেলায় করোনায় মারা গেছেন দুইজন। এ নিয়ে নগরীতে ৬৮২ জন এবং উপজেলায় ৫২৯ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২১১ জন।

ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস  ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬১৮ নমুনার মধ্যে ৮১ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৬ নমুনায় ২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৪ নমুনায় ৩১ জন,  ইমপেরিয়াল হাসপাতালে ৫৮ নমুনায় ১৬ জন, শেভরণে ৫১৭ নমুনায় ১৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০ নমুনায় ৬ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৮২ নমুনায় ১৩ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ নমুনায় দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৯২ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।

তবে এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরটিআরএল ল্যাবে করোনার কোন নমুনা পরীক্ষা করা হয়নি।