চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝর্ণা রানী নমে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সাথে গত চব্বিশ ঘণ্টায় ১২৯ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শরীরে ডেঙ্গু লক্ষণ থাকায় গত ২৭ আগস্ট চমেক হাসপাতালে ভর্তি করা হয় ঝর্ণা রানীকে। ডেঙ্গু পরীক্ষা করা হলে পজিটিভ ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান। তিনি সাতকানিয়া এলাকার সুকুমারের স্ত্রী।

চট্টগ্রাম সিভিল সার্জন থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮, মে মাসে ৫৩, জুনে ২৮৩, জুলাইয়ে ২ হাজার ৩১১ এবং আগস্টে ৩ হাজার ১১ এবং সেপ্টেম্বরে এ পর্যন্ত ২৪৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের মোট ৬ হাজার ১৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। তারমধ্যে পুরুষ ১৪, নারী ১৯ এবং শিশু ২১ জন রয়েছেন।

এদিকে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৫২ জন।