চট্টগ্রামে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২, শনাক্ত ৯.৭০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন দুইজন। এর মধ্যে নগরীতে একজন এবং উপজেলায় একজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৩৯ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৯ হাজার ৭৬৬ জন।

শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ৯ টি ল্যাবে ১ হাজার ৪৪২ নমুনায় আক্রান্ত হয়েছেন ১৪০ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ৯ দশমিক ৭০ শতাংশ।

আক্রান্তদের মধ্যে নগরীতে ৮১ জন এবং উপজেলায় ৫৯ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৭২ হাজার ৫০৪ জন এবং উপজেলায় ২৭ হাজার ২৬২ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৯ হাজার ৭৬৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে একজন এবং উপজেলায় একজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন দুইজন। এ নিয়ে নগরীতে ৬৯৩ জন এবং উপজেলায় ৫৪৬ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৩৯ জন।

ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস  ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২৯ নমুনার মধ্যে ৫৭ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৩১ নমুনায় ৩২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৮ নমুনায় ৩৩ জন, এন্টিজেন টেস্টে ১৮ নমুনায় ২ জন, শেভরণে ৩৬৪ নমুনায় ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৫ নমুনায় ৪ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৯ নমুনায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৫৪ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনার অস্তিত্ব মেলে। তবে এদিন আরটিআরএল ল্যাবে ৪ জনের নমুনায় কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।