চট্টগ্রামে আরও ৮৭ জনের ডেঙ্গু শনাক্ত

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট শনাক্ত দাঁড়ালো ২ হাজার ১০৪ জন। সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ২ হাজার ১০৪ জন ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০২৫ জন পুরুষ, ৫৪৮ জন নারী এবং শিশু রয়েছেন ৫৩১ জন। শনাক্তদের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৫৫০ জন মহানগর এবং ৫৫৪ জন বিভিন্ন উপজেলার রোগী। চলতি বছরে ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ১৩ জন। এর মধ্যে ২ জন পুরুষ, ৭ জন নারী এবং ৪ শিশু রয়েছে।

অপরদিকে উপজেলার রোগীদের মধ্যে সীতাকু-ে সর্বোচ্চ ১৪১ জন, কর্ণফুলীতে ৮৮ জন, সাতকানিয়ায়, ৫৪ জন, পটিয়ায় ৬০ জন, হাটহাজারীতে ৪৩ জন, লোহাগাড়া ২৫ জন, বোয়ালখালী ২৩ জন, মিরসরাইয়ে ১৫ জন ও বাঁশখালীতে ২৪ জন, রাঙ্গুনিয়ায় ১৬ জন, আনোয়ারা ১৪ জন, রাউজান ১৬ জন, চন্দনাইশে ১৬ জন, ফটিকছড়িতে ১৩ জন, সন্দ্বীপে ৬ জন রয়েছেন।