চট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু

১১৩৮ নমুনায় আক্রান্ত ২৯৩

নিজস্ব প্রতিবেদক <<
করোনার দ্বিতীয় ঢেউয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা সংক্রমণের হার কিছুতেই থামানো যাচ্ছে না। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৯ দিনেই করোনায় মারা গেছেন ৭৫ জন। চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৬৪ জনে।
এছাড়া গত রোববার ১১৩৮ জনের নমুনায় ২৫ দশমিক ৭৪ শতাংশ সংক্রমণ হার নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ২২৭ জনে।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত রোববার চট্টগ্রামের ৭টি ল্যাবে ১১৩৮ নমুনায় আক্রান্ত হয়েছেন ২৯৩ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ২৫ দশমিক ৭৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ২৪৯ জন এবং উপজেলায় ৪৪ জন। এ নিয়ে নগরীতে ৩৭ হাজার ৯২৫ এবং উপজেলায় ৯ হাজার ৩০২ জনসহ চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ২২৭ জনে।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ২১৩ নমুনার মধ্যে ৪৫ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩০ নমুনায় ৬০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৬৩ নমুনায় ৫২ জন, শেভরনে ২২৬ নমুনায় ২৭, ইমপেরিয়াল হাসপাতালে ১৮৮ নমুনায় ৫১, আরটিআরএল ল্যাবে ৬৮ নমুনায় ৩৯ এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫০ নমুনায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।