চকবাজারে মি লাইকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান :
নিজস্ব প্রতিবেদক :
নগরীর চকবাজারের মি লাইকি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এই রেস্টুরেন্টকে ১০ হাজার জরিমানা ও স্বাস্ব্যবিধি মেনে চলতে সতর্ক করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে মি লাইকি রেস্টুরেন্টে কয়েকদিন আগের রান্না করা মাছ ও মেয়াদবিহীন দই ফ্রিজে সংরক্ষণ করতে দেখা যায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রে শৈথিল্য পরিলক্ষিত হয়। এসব অপরাধে রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।’
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।