খেলার মাঠগুলো উপযোগী করা হবে : মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম নগরীর ছোট বড় যেসব খেলার মাঠ রয়েছে। সে সব মাঠকে খেলা ধুলার উপযোগি করে তোলা হবে। অন্যদিকে শিশু কিশোরদের বিনোদনের জন্য যেখানে সুযোগ হবে সেখানে মিনি পার্ক গড়ে তোলা হবে।

মঙ্গলবার সকালে চসিকের মালিকানাধীন বাকলিয়া ষ্টেডিয়ামে ক্রিকেট পিচ নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চসিক ক্রীড়া স্ট্যাডিং কমিটির সভাপতি কাউন্সিলর আউল্লতা চৌধুরী, কাউন্সিলর হাজী নুরুল হক, নুর মোস্তাফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর নিল নাগ, চসিক একাদশের সাধারণ সম্পাদক আলী আকবর ও স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেয়র আরো বলেন, চট্টগ্রাম নগরীতে যে খেলার মাঠগুলো আছে এরমধ্যে অনেকগুলো মাঠ খানা-খন্দকসহ ময়লা আবর্জনায় ভরপুর হয়ে খেলার ধুলার অনুপযোগী হয়ে পড়েছে। তিনি প্যারেড মাঠ, হালিশহর আবহনী মাঠ, পলোগ্রাউন্ড মাঠসহ নগরীতে যেসব প্রতিষ্ঠানের অধীনে আরো মাঠ রয়েছে সেগুলো খেলাধুলার উপযোগী করে গড়ার উদ্যোগ নিতে প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের আহ্বান জানান। বিজ্ঞপ্তি