খুব বেশি রোমাঞ্চ অনুভব করছি না : লিটন দাস

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ১৭ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডের হাতে আছে ৫ উইকেট। দ্রুত কিউইদের অল আউট করে ছোট্ট টার্গেট তাড়া করে ম্যাচ জিতে নেওয়া বাংলাদেশের জন্য কঠিন নয়। কিন্তু এর আগে বাংলাদেশ জয়ের খুব কাছে গিয়েও হেরেছে। তাই এখনই জয়ের আনন্দে ভেসে যাওয়ার কিছু দেখছেন না লিটন কুমার দাস। মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা লিটন বলেন, আমরা এখন যে অবস্থায়, সে জন্য খুব বেশি রোমাঞ্চ অনুভব করছি না। আমাদের এখনো কম রান দিয়ে ৫ উইকেট নিতে হবে। সেই রান তাড়া করতে হবে। চেষ্টা থাকবে যত কমে তাদের অল আউট করা যায়। তারপর সেই রান তাড়া করার ব্যাপার আসবে। তবে এই উইকেটে সেটা যে খুব সহজ হবে, তা কিন্তু নয়। অনেক পরিশ্রম করতে হবে। তবে আমরা শান্ত আছি। আমাদের জিততেই হবে, এমন কথা নেই। আমরা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। সেই প্রক্রিয়া ধরেই সফল হয়েছি, সামনেও হব বলে আশা করছি।
পেসার এবাদত হোসেনের অবিশ্বাস্য একটি স্পেলই চতুর্থ দিন বিকেলে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে তিনি একাই কিউইদের বিপদে ফেলে দিয়েছেন। সতীর্থের এমন পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল লিটন দাসের মুখে, ‘এবাদত আজ দুর্দান্ত ছিল। ওর দুটো স্পেলই চমৎকার ছিল। আমার মনে হয়, সে একই জায়গায় বল করার কারণে অনেক সাহায্য পেয়েছে। তার ব্রেকথ্রু আমাদের দলকে অনেক চাঙ্গা করেছে।’
৭ ওভারের স্মরণীয় স্পেলে মাত্র ১৬ রান দিয়ে চোখের পলকে ৩ উইকেট নিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্টে সম্ভাবনার দুয়ার খুলে দিলেন এবাদত। ৬৯ রান করে দারুণ খেলতে থাকা ইয়ংকে ভেতরে আসা বলে সরাসরি বোল্ড হলেন। এরপর আগের ইনিংসে অর্ধশত করা হেনরি নিকোলসও বোল্ড বিদ্যুৎ-গতির ইয়র্কারে। এরপর টম ব্লান্ডেল আউট ভেতরে আসা বলে এলবিডব্লিউ হয়ে। চোখের পলকে ১৩৬ রানে ২ উইকেট থেকে কোনো রান যোগ না করেই ১৩৬ রানে ৫ উইকেটের দল নিউজিল্যান্ড! সেখান থেকে মাত্র ১৭ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকেরা। খবর ডেইলি বাংলাদেশ’র