‘প্রতিবেশীদের বিপদে সহায়তা, সাহস ও পরামর্শ দিয়ে পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। অগ্নিকা-ের মত আকষ্মিক দুর্যোগে সর্বস্ব ছাই হয়ে যাওয়ায় অনেকেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। এসময়ে প্রতিবেশীরাই পারে বিপদগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর শক্তি ও সাহস জোগাতে।’
নগরীর পূর্ব শহীদনগরে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন।
তিনি আরো বলেন, দুর্যোগ কেউ বলে কয়ে ডেকে আনেনা। তবুও বলা যায়, যদি সচেতন হই তবে অগ্নিকা-ের মত দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। এখানে অগ্নিকা-ের উৎস কি ছিল তা একটি তদন্তের বিষয়। তবে মনে করি, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, গ্যাস, টেলি কমিউনিকেশন, উন্নয়ন কর্তৃপক্ষসহ যে সেবা সংস্থাগুলো আছে তাদের কাজের মধ্যে একটা সমন্বয় খুবই দরকার। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় কিছু তৈজসপত্র ও নগদ ৫০,০০০টাকা সহায়তা দেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি এম খলিলুর রহমান, মুহাম্মদ এমরান, জামাল উদ্দীন, আবদুস শুক্কুর ফারুকী, এম ইউনুছ, জসিম উদ্দীন, মোহাম্মদ কফিল উদ্দীন, হাজী নাছির উদ্দীন, আবদুল কাদের সর্দার, মহিউদ্দীন মহিন সর্দার, ইলিয়াছ খান মিলন, রনি দিদারী, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. ইউনুস প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর