নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি >>
কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ জুলাইয়ের পর আরো বাড়তে পারে বলে ইঙ্গিত মেলেছে। হ্রদে প্রত্যাশিত পানি না থাকায়, এ মৌসুমে মাছ ধরার বন্ধের সময়সীমা বাড়ানোর বিষয়টি গুরুত্বসহকারে ভাবা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন সংশ্লিষ্ট একটি সূত্র।
বুধবার এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভাতেই সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।
এর আগে গত ১ মে থেকে কাপ্তাই হ্রদে প্রতি বছরের মতো মাছ আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হয়, যার মেয়াদ আসছে ৩১ জুলাই শেষ হওয়ার কথা। কিন্তু এই বর্ষার সময়ে হ্রদে যে হারে পানি বাড়ে, এই বছর তার ন্যূনতমও বাড়েনি। বিষয়টি নিয়ে চিন্তিত মৎস্য কর্মকর্তারাও। পানি না বাড়ার ফলে হ্রদে ছাড়া পোনা ঠিকভাবে যেমন বেড়ে উঠতে পারেনি, তেমনি এখন মাছ ধরা শুরু হলে পানি কম থাকায় ব্যাপক হারে মাছ ধরা পড়বে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মৎস্য কর্মকর্তারাও।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর রাঙামাটি কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আজহার আলী জানিয়েছেন, এ বিষয়টি আসলেই উদ্বেগের, তাই আমরা সুপারিশ করেছি মাছ ধরা বন্ধের মেয়াদ আরো কিছু দিন বাড়ানোর, সম্ভবত এটি ১০/১৫ দিন বেশি দীর্ঘায়িত হতে পারে।’
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)’র রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, হ্রদে পানি কম থাকার বিষয়টি আমাদের ভাবাচ্ছে। কারণ হ্রদে যদি ন্যূনতম ১০৩/১০৪ ফুট পানি না থাকে তবে তা মাছের জন্য ঝুঁকির। এখন পানি আছে ৮৪/৮৫ ফুট। পানি না বাড়লে এখনই মাছ ধরা শুরুর সিদ্ধান্ত আত্মঘাতী হবে। এ বিষয়ে বুধবার একটি সভা আছে জেলা প্রশাসক কার্যালয়ে। সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে। আমরা আপাতত বন্ধের সময়সীমা আরো কিছুদিন বাড়ানোর পক্ষে।
শৈল-সৈকত ও দেশগ্রাম


















































