কলকাতার প্রথম ম্যাচেই খেলবেন সাকিব!

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা ২৫ জন। এর মাঝে বিদেশি রয়েছেন ৮ জন। একাদশে সুযোগ পাবেন সর্বোচ্চ ৪ জন বিদেশি। ফলে স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন, অলরাউন্ডার সাকিব আল হাসান কি প্রথম থেকেই সুযোগ পাবেন? নাকি অন্যদের ব্যর্থতার জন্য করতে হবে অপেক্ষা?
কলকাতার একাদশে চারজন বিদেশির মধ্যে দুজনের জায়গা নিশ্চিত। তারা হলেন অধিনায়ক ইয়ন মরগ্যান এবং মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অন্য দুটি জায়গার জন্য লড়াই করবেন সাকিব আল হাসান, সুনিল নারাইন, লকি ফার্গুসন, প্যাট কামিনস, বেন কাটিং ও টিম সেইফার্ট। তবে একদম শুরু থেকেই সাকিব খেলবে বলেই এবার জোরালো গুঞ্জন চলছে।
এমন আভাস মিলেছে কলকাতার সবশেষ ট্রেনিং সেশনে। শুক্রবার দলের অনুশীলনে এক ঘণ্টারও বেশি সময় ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। অন্য পাশের নেটে বড় বড় ছক্কার অনুশীলন করেছেন আন্দ্রে রাসেল। ফলে পেস বোলিং অলরাউন্ডার রাসেল ও স্পিনিং অলরাউন্ডার সাকিব যে কলকাতার প্রথম ম্যাচের একাদশে থাকছেন এটা অনেকেই নিশ্চিত।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার প্রথম ম্যাচটি হবে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। এ মাঠ বরাবরই স্পিন সহায়ক। ফলে সাকিবের পাশাপাশি অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিং ও বরুন চক্রবর্তীকে একসঙ্গে খেলানো হতে পারে।
কলকাতার সম্ভাব্য একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, সাকিব আল হাসান, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন/প্যাট কামিন্স, শিভাম মাভি/হরভজন সিং, বরুন চক্রবর্তী এবং প্রসিধ কৃষ্ণ।