নিজস্ব প্রতিবেদক »
কর্ণফুলী নদীর ফিশারি ঘাট এলাকায় নদীর তীর দখল করে নতুনভাবে গড়ে ওঠা ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে নদীর তীর দখলমুক্ত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শুক্রবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মংয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাকলিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার জামিউল হিকমাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং বলেন, ‘কর্ণফুলী নদীর ফিশারি ঘাট এলাকায় নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়ে। এতে দেখা যায়, পূর্বের উচ্ছেদ করা জায়গার মধ্যে নতুনভাবে ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর গড়ে তোলা হয়েছে। অভিযানে সব স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। সকাল ১১টার দিকে শুরু হওয়া অভিযান দুপুর তিনটার দিকে শেষ হয়েছে।’
নু-এমং মারমা মং আরও বলেন, ‘নদীর তীরে অবৈধ দখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। নদ-নদীর পাড় জনগণের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের অবৈধ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।’