ওয়েস্ট ইন্ডিজ জানে বাংলাদেশ কেমন প্রতিপক্ষ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ্বকাপে পর পর দুটি ম্যাচে ব্যর্থ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও টি-টোয়েন্টির ধুমধারাক্কা মেজাজের ব্যাটিংটা দেখা যায়নি। সুপার টুয়েলভে শুক্রবার তাদের তৃতীয় ম্যাচ, প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইছে ক্যারিবীয়রা।

একই পরিস্থিতি আবার বাংলাদেশেরও। সুপার টুয়েলভে দুটি ম্যাচ হেরে যাওয়ায় তাদের মাঝেও মরিয়া হয়ে ওঠার প্রত্যয় কাজ করছে। ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক নিকোলাস পুরান তাই খুব সতর্ক, ‘হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশও দুটি ম্যাচ হেরে একই অবস্থানে আছে। তাই ভালো করেই বুঝতে পারি কাল ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। জানি বাংলাদেশের অনেক ভালোমানের স্পিনার রয়েছে। তাই কঠিন মুহূর্তে পড়তে হবে। এর পরেও শারজায় জয়টা আমাদের খুব প্রয়োজন।’

মারকুটে ব্যাটিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ভীষণ সিদ্ধহস্ত। কিন্তু শেষ দুই ম্যাচে এর ছিটেফোঁটায় দেখা যায়নি। পুরান স্বীকার করলেন এই ব্যর্থতা। কিন্তু শারজায় ঘুরে দাঁড়াতে তারা প্রস্তুত, ‘এখনও ক্যাম্পের সবাই হতাশ নয়। তবে দুটি ম্যাচ হেরে যাওয়া আমরা খুব কষ্ট পেয়েছি। এর জন্য দায়টা নিজেদেরই। আমরা ভালো করেই জানি শারজায় কী করতে হবে। সবাই সেই চ্যালেঞ্জও নিতে প্রস্তুত।’