এম এ সালাম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে

সুপ্রভাত ডেস্ক »

সদ্য বিদায়ী চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

দেশের সদ্য বিলুপ্ত ৬১টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে সদ্য বিদায়ী চেয়ারম্যানরাই দায়িত্ব পেয়েছেন।

বুধবার এ সংক্রান্ত আদেশ জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, “সদ্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানরাই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। আজই আমরা প্রজ্ঞাপন জারি করেছি। তাদের দায়িত্ব আজ থেকেই শুরু হবে। তবে প্রশাসক হিসেবে তাদের মেয়াদ কোনোভাবেই ছয় মাসের বেশি হবে না।”

দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ১৭ এপ্রিল পর্ষদগুলো বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে গত ৬ এপ্রিল ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২’ সংসদে পাস হয়। ১৩ এপ্রিল সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট প্রকাশ করা হয়।

এর ধারাবাহিকতায় মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।