এমবাপে বললেন ‘ঘুমানো কঠিন হবে’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

সাফল্যে মোড়া ফুটবল ক্যারিয়ারে এবার সঙ্গী হলো বড় ব্যর্থতার বোঝা। টাইব্রেকারে ব্যর্থতার পর কিলিয়ান এমবাপে নিজের হতাশার কথা জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিয়তি মেনে নিয়ে ফরাসি ফরোয়ার্ড দুঃখপ্রকাশ করলেন সমর্থকদের কাছে।

এমনিতে পারফরম্যান্স দিয়েই আলোচনার কেন্দ্রে থাকেন এমবাপে। এবার তাকে নিয়ে আলোচনা পারফর্ম করতে না পারায়। তার কাছে প্রত্যাশা অনেক থাকলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোনো গোলই তিনি করতে পারেননি। শেষ ষোলের লড়াইয়ে সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে জালের দেখা পাননি এমনকি টাইব্রেকারেও। তার শট সুইস গোলরক্ষক আটকে দেওয়ায় হেরে যায় ফ্রান্স।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ দিদিয়ে দেশম জানান, শেষ শটটি নিজে থেকেই নিতে চেয়েছিলেন এমবাপে। পরে ইনস্টাগ্রামে এমবাপে বললেন, তার চাওয়া ছিল দলে অবদান রাখা। ‘চিত্র বদলে দেওয়া এখন কঠিন। বাদ পড়ার কষ্ট প্রবল, আমরা লক্ষ্য অর্জন করতে পারিনি। এই পেনাল্টির জন্য আমি দুঃখিত।’ খবর বিডিনিউজের

’দলকে সহায়তা করতেই চেয়েছিলাম আমি, কিন্তু ব্যর্থ হয়েছি। ঘুমানো কঠিন হবে এখন। তবে যে খেলাটাকে এত ভালোবাসি, দুর্ভাগ্যজনকভাবে সেখানে এমন উত্থান-পতন থাকেই।’

হতাশায় মুষড়ে পড়লেও সময়ে সঙ্গে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানালেন তিনি।

’আমি জানি, সমর্থকরা হতাশ। তার পরও তাদেরকে ধন্যবাদ জানাতে চাই সমর্থনের জন্য ও সবসময় বিশ্বাস রাখার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পরের লড়াইয়ের জন্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসা।’