নিজস্ব প্রতিবেদক »
সমাজসেবা, শিল্পকলা, ভাষা আন্দোলন, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘একুশে পদক-২০২৪’ পাচ্ছেন ২১ গুণীজন। এরমধ্যে রয়েছেন চট্টগ্রামের পাঁচ কৃতী সন্তান। সংগীতে বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, শিক্ষায় অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, সমাজসেবায় রফিক আহমদ ও কবি মিনার মনসুর।
গতকাল মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর দুইজন, ভাষা ও সাহিত্যে চারজন, সংগীতে পাঁচজন, আবৃত্তিতে দুইজন, অভিনয়ে দুইজন, সমাজসেবায় দুইজন এবং নৃত্যকলা, চিত্রকলা, শিক্ষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে একজন করে একুশে পদকের জন্য নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- ভাষা আন্দোলনে মো. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর), সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্র কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব, অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর, আবৃত্তিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও রফিক আহমদ, ভাষা ও সাহিত্যে মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর) এবং শিক্ষায় ড. জিনবোধি ভিক্ষু।
একুশে পদকের জন্য নির্বাচিত হয়ে রফিক আহমদ বলেন, ‘পুরস্কারের আশায় তো কোনো কাজ করিনি। এরপরও কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়ে ভালোই লাগছে।’
অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু বলেন, ‘কাজের স্বীকৃতি সবসময়ই আনন্দের। তবে আমি এখনও এ বিষয়ে ভালোভাবে জানি না। আমি চাই, সরকার ও সাধারণ মানুষের সহযোগিতায় আমি ইতিহাস থেকে তুলে আনা পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় যেন গড়তে পারি।’
কাজের স্বীকৃতিতে আনন্দিত হয়ে নির্মাতা কাওসার চৌধুরী বলেন, ‘আমি চেয়েছি ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ যেন হারিয়ে না যায়। জাতি হিসেবে আমরা অনেক গর্বিত। আমাদের গর্ব করার একটি অন্যতম জায়গা হলো মুক্তিযুদ্ধ ও যুদ্ধের বিজয়। আমি এ কাজ দীর্ঘদিন ধরে করছি। সফলভাবে যেন এ কাজ শেষ করতে পারি, সবাই এজন্য দোয়া করবেন।’
এ মুহূর্তের সংবাদ