রপ্তানি উন্নয়ন ব্যুরো চট্টগ্রামের পরিচালক শারমিন আক্তার এর সাথে বিজিএমইএ’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা গতকাল চট্টগ্রামস্থ বিজিএমইএ চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালকবৃন্দ এএম শফিউল করিম (খোকন), এম আহসানুল হক, প্রাক্তন পরিচালক শেখ সাদী, বিজিএমইএ ইপিবি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. আবছার হোসেন, কো-চেয়ারম্যান মো. আবু তাহের, বিজয় শেখর দাশ, কমিটির সদস্যবৃন্দসহ ইপিবি চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন, পোশাক শিল্প প্রতিষ্ঠানসমূহ বর্তমানে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও কার্যক্রম পরিচালনা করে বিগত দিনের ক্ষয়-ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
চট্টগ্রামকে বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ ও প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, মিরসরাই ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল গঠন এবং এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন রপ্তানীমুখী শিল্প স্থাপনের কার্যক্রম চলছে। ফলে চট্টগ্রাম অঞ্চলে রপ্তানিমুখী শিল্প দিন দিন বৃদ্ধি পাবে।
এছাড়াও তিনি দক্ষ মানব সম্পদ উন্নয়নে ইপিবি’র বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে পোশাক শিল্পের মালিক ও কর্মকর্তাদের অংশগ্রহণের আহ্বান জানান। ইপিবি ও বিজিএমইএ রপ্তানির প্রবৃদ্ধির প্রচেষ্টায় একসাথে কাজ করবে মর্মেও তিনি আশ্বস্ত করেন। বিজ্ঞপ্তি



















































