‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এ শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল পক্ষকালব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল পরিচালিত আটটি সাধারণ স্কুল ও দুইটি টেকনিক্যাল স্কুলে পৃথক কর্মসূচির মাধ্যমে ন্যূনতম ৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
গতকাল সকালে ইউসেপ পাহাড়তলী স্কুলে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মুখ্য সচিব এবং বর্তমানে ইউসেপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক-সোশ্যাল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট মো. আব্দুল করিম।
পক্ষকালব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি দেশ রেখে যেতে সবুজ বাংলাদেশ গড়ে তোলার কোন বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়–য়া, স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ নেওয়াজসহ স্কুলেরশিক্ষক/শিক্ষিকাবৃন্দ। বিজ্ঞপ্তি