প্রিমিয়ার ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগে ৮ম ব্যাচের বিদায় অনুষ্ঠান দামপাড়া ক্যাম্পাসে গত ১০ অক্টোবর উদ্যাপিত হয়েছে। আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর স্থপতি সোহেল এম. শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির শ্রদ্ধেয় ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্কিটেকচার বিভাগ এমন একটি বিভাগ যেটির সাথে শিল্প এবং প্রযুক্তির একটি যোগসূত্র রয়েছে। আর্কিটেকচারাল ডিভাইসের মাধ্যমে একটি সস্তা জিনিসকেও সুন্দর এবং টেকসই রূপ দেওয়া যায়, যার দরুণ এটির সুনাম আজীবন টিকে থাকে। মানুষ তার অনুসন্ধিৎসু মন দিয়ে আর্কিটেকচারাল প্রযুক্তির মাধ্যমে এই পৃথিবীর প্রতিটি স্থাপনাকে আবেদনময়ী ও কালজয়ী করে তুলতে পারে। আর্কিটেকচার বিভাগ মানব সম্পদকে একটি শক্তিশালী ও শৈল্পিক রূপ দিতে পারে। আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর স্থপতি সোহেল এম. শাকুর বিদায়ী ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং তারা জীবনে যা কিছু শিখেছে তা যেন তাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধি, তাদের সাফল্যের দ্বারা মানুষ আমাদের চিনবে। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি
আর্কিটেকচার বিভাগের ৮ম ব্যাচের বিদায় অনুষ্ঠান
প্রিমিয়ার ইউনিভার্সিটি