সুপ্রভাত ক্রীড়া প্রতিবেদক
দুইদিন আগে আফগানিস্তান ক্রিকেট দল ঢাকায় এসেছে। সিলেটে দশ দিনের ক্যাম্পও শুরু করেছে ইতোমধ্যে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এলেও বাংলাদেশের বিপক্ষে আনুষ্ঠানিক দল ঘোষণা করেনি সফরকারীরা। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। খবর বাংলা ট্রিবিউন’র
ঘোষিত দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্বাচকরা। অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটারের বদলে নবীন কয়েকজন সুযোগ পেয়েছেন। এসিবির চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বরেছেন, ‘নির্বাচকরা ওয়ানডে দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার অন্তর্ভুক্ত করেছে। আগামী বিশ্বকাপের আগে আমাদের ভালো কিছু খেলোয়াড় খুঁজে বের করতে হবে। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমি নিশ্চিত স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যখন মাঠে নামবে, তারা তাদের সামর্থ্য প্রমাণ করতে পারবে।’
সীমিত ওভারের সিরিজ খেলতে গত শনিবার রাতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ২৩ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শুরু হলেও সফরকারী দল কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আগে ভাগেই ঢাকা এসেছে। এখন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১০দিন তারা ক্যাম্প করবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকাতে। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে দুটো ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরু হবে সকাল ১১ টায়। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বেলা তিনটায়।
আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আটে থাকতে হবে। এজন্য আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই দলের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুই দলই। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট ৮০। আফগানিস্তানের ৬ ম্যাচে জয় ৬টিতেই। পয়েন্ট ৬০। পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন দুইয়ে অবস্থান করছে, আফগানিস্তান পাঁচে।
আফগানিস্তানের ওয়ানডে দল: হাসমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিব জাদরান, শহীদ কামাল, ইকরাম আকিল, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই, ফরিদ আহমেদ মালিক।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), হযরতুল্লাহ জাজাই, ইসমান ঘানি, দাওরিশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক।



















































