আইনজীবী সমিতি ও ওয়াসা কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডা

নলকূপ স্থাপন

নিজস্ব প্রতিবেদক »

আদালত ভবনে নলকূপ স্থাপন নিয়ে জেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দের সঙ্গে চট্টগ্রাম ওয়াসা কর্মকর্তা-কর্মচারীদের বাকবিতণ্ডা হয়েছে। গতকাল রোববার দুপুর ৩টার দিকে এমন ঘটনা ঘটে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচ এম জিয়া উদ্দিন সুপ্রভাতকে বলেন, ‘আমাদের পূর্বে স্থাপিত দুটি নলকূপ রয়েছে। এসব নলকূপে আয়রন থাকার কারণে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। যার কারণে আমাদের ডিক্রিপ্রাপ্ত জায়গায় কোন স্থানে সুপেয় ও নিরাপদ পানি পাওয়া যায় সেটি পরীক্ষা করে দেখা হচ্ছিল। সে সময় পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আসে ওয়াসা কর্তৃপক্ষ। যা মোটেও শোভনীয় নয়। ওয়াসাকে এ বিষয়ে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।’

এদিকে ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক আবু সাফায়েত মোহাম্মদ সাহেদ বলেন, ‘এ বিষয়ে জেলা আইনজীবী সমিতি কোন অনুমতি নেয়নি। আমি ওয়াসার এমডি’র নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে উপস্থিত হলে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ অশোভন আচরণ করেন। তারা খুব বাজে ব্যবহার করেছেন। যার কারণে আমি আমার টিম নিয়ে দ্রুত চলে আসি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাছাড়া অনুমতি ছাড়া কোনো ডিপ টিউবওয়েল বসানো যায় না।’

এদিকে ওয়াসা কর্তৃপক্ষ অনুমতির বিষয়টি অস্বীকারের বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বলেন, ‘আমার কাছে এ চিঠির রিসিভিং কপি রয়েছে।’