‘১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা’

২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের  নেতৃবৃন্দের উপর গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ

আন্দরকিল্লার কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোছলেম উদ্দিন আহমদ এমপি। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস, অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, অ্যাডভোকেট জহির উদ্দিন, প্রদীপ কুমার দাশ, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, অ্যাডভোকেট আবদুর রশিদ, গোলাম ফারুক ডলার, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, বিজয় কুমার বড়–য়া, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুল রহমান শিবলী, এ কে আজাদ প্রমুখ। পূর্র্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা ফজলুল কাদের।

আইআইইউসি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)র উদ্যোগে নিহতদের স্মরণে আলোচনা সভা ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া গতকাল সকাল ১১ টায় আইআইইউসি কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ  নেজামুদ্দিন নদভী।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ  চৌধুরী, প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, মিয়া মুহাম্মদ ইসমাইল মানিক, বদিউল আলম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, ট্রান্সপোর্ট ও সিকিউরিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. মাহী উদ্দিন, একাউন্স ফাইন্যান্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক আফজাল আহমদ, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ।

নিহতদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আইআইইউসি কেন্দ্রীয় জামে মসজিদে খতিব মাওলানা  শোয়াইব মক্কীর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

চুয়েট ছাত্রলীগ

২১ আগস্ট স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে সভা অনুষ্ঠিত হয়। পরে নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক চিম্ময় দেবনাথ, পাঠাগার বিষয়ক সম্পাদক  মেজবাউল হক অমি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাগরময় আচার্য, সাহিত্য বিষয়ক সম্পাদক আবরার আহমেদ চৌধুরী।

এছাড়া উপ সম্পাদকমন্ডলী সদস্যদের মধ্যে ছিলেন ফারদিন খান রাফিন, রাকিব উদ্দিন  চৌধুরী, রাশেদুজ্জামান পুলক, আতিকুর রহমান জয়, রিফাত হাসান রনি, আতাউল্লাহ জয়, ফাহিম মুনতাসির হিমেল, আব্দুল আহাদ আবির,যুহায়ের রোহান প্রমুখ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মহানগর

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে এক আলোচনা সভা গতকাল সকাল দশটায় জহুর আহমদ  চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আমিনুল হক বাবুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন  মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন  চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা সরফুদ্দিন চৌধুরী রাজু, আসাদুজ্জামান খান,সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ্উদ্দিন, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ হোসেন, মিনহাজ উদ্দিন, ওয়াহিদুল আলম শিমুল, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান।

আরও বক্তব্য রাখেন আবদুল নুর, যুব মহিলা লীগ নেত্রী সাইকা দোস্ত, রেজাউল আজিজ রেজা, অভ্র ঘোষ, শরীফ হোসাইন, ডা. নাহিদ ইমতিয়াজ, পরিবেশবিদ ইমতিয়াজ, সাদ্দাম হোসাইন, জুয়েল, রফিকুল আলম, সৌমেন তালুকদার, রক্সি জাহান, মুবিনুল হক, সহ প্রমুখ।

মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই, দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের কর্মীরা সুদিন কিংবা দুর্দিন যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।