নিজস্ব প্রতিবেদক »
নির্মাণাধীন স্কুল ভবনের কাজ দেখাশোনা করতে প্রতি বৃহস্পতিবার সাতকানিয়া যান সাতকানিয়া উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য শাকিল আহমেদ। প্রতিদিনের মতো গত শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাড়ে ১২টায় বিকট শব্দে হঠাৎ ঘুম ভাঙে তার। বুঝতে পারেন কাছে কোথাও গোলাগুলি হয়েছে। ছুটে গিয়ে দেখেন জানালার কাঁচ ভাঙা। তার আর বুঝতে বাকি রইল না যে, তার বাড়িতেই হামলা হয়েছে।
নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামের মুন্সী বাড়ির শাকিল এ ঘটনার এমনই বর্ণনা দেন সুপ্রভাতের প্রতিবেদকের কাছে। তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ঘটনার প্রসঙ্গে শাকিল বলেন, ‘এ ঘটনা পরিকল্পিত। যা ঘটনার ধরন দেখে বোঝা যায়। আমি সাধারণত গ্রামের বাড়িতে থাকি না। এসে দুয়েকদিন থেকে স্কুল ভবনের কাজ তদারকি করে শহরে চলে যাই। হামলাকারীরা আমি বাড়িতে আছি, নিশ্চিত হয়েই এ হামলা করতে পারে। আমি ওই রুমে থাকি ভেবেই তারা আমার মায়ের রুমে গুলি করেছে হত্যার উদ্দেশ্যে। এটি যারা করেছে বলে আমি সন্দেহ করছি, তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না। কারণ নাম প্রকাশ করলে আমার পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাবে।’
ঢেমশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ওমর বলেন, ‘আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গেছি। গুলিতে ঘরের দুটি জানালার কাঁচ ভেঙে গেছে। অবস্থা দেখে মনে হলো খুব কাছ থেকে গুলি করা হয়েছে। বাড়ির পূর্ব পাশ থেকে চারটি গুলির তাজা খোসা, বেশ কিছু স্প্রিন্টার ও কাঁচের টুকরো আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’
এ ঘটনার সত্যতা স্বীকার করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত সুপ্রভাতকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা, স্প্রিন্টার ও জানালার ভাঙা কাঁচ উদ্ধার করেছে। পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’