রেলের প্রায় দুই একর ভূমি উদ্ধার

তুলাতুলিতে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক »

সিআরবি সংলগ্ন তুলাতুলি বস্তি এলাকা ও তার আশপাশের তিন হাজার অবৈধ দখলদার উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল রোববার নগরের কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া তুলাতুলি এলাকায় সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে রেলওয়ের ১ দশমিক ৭৭ একর ভূমি থেকে ৮৩৭টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করে জমিগুলো উদ্ধার করা হয়েছে। গোয়ালপাড়ার তুলাতুলি অংশে আজ আবারো অভিযান পরিচালিত হবে। রেলওয়ে সম্পত্তির এ অংশ পুরোপুরি অবৈধ দখলদারমুক্ত করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ এস্টেট অফিসার সুজন চৌধুরী।
তিনি সুপ্রভাতকে বলেন, ‘গোয়ালপাড়া এলাকার আশপাশের পাহাড়সহ পাঁচ একরের বেশি রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলদারেরা দখল করে রেখেছে। সিআরবি সংলগ্ন এ এলাকায় প্রায় ২ হাজার অবৈধ দখলদার বসতবাড়ি ও দোকানপাট গড়ে তুলেছে। আমরা এসব স্থাপনা উচ্ছেদে নেমেছি। রোববার একদিনের অভিযানে ৩ হাজার অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। এতে রেলওয়ের ১ দশমিক ৭৭ একর জায়গা উদ্ধার করে ৮৩৭টি সেমিপাকা-টিনশেড বসতি গুঁড়িয়ে দেওয়া হয়। এ এলাকায় আমরা সোমবারও (আজ) উচ্ছেদ অভিযান পরিচালনা করব।’
পরবর্তীতে পাহাড়ের অপর পাশের অংশেও উচ্ছেদ অভিযান পরিচালিত হবে জানিয়ে তিনি বলেন, ‘এবারের অভিযানে শুধু তুলাতুলি অংশে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। পরবর্তী সময়ে গোয়ালপাড়ার অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবুল কালাম আজাদ, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল করিম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শফিকুর রহমান প্রমুখ। অভিযানে সহাযোগিতা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও কোতোয়ালী থানার অফিসার অপারেশনের নেতৃত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।