এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের ফুটবল অনুশীলন গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুশীলন উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করেন ক্লাবের নবগঠিত ফুটবল কমিটির সম্পাদক সাদেক হোসেন পাপ্পু ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস কে ফুল দিয়ে বরন করেন ক্লাবের সদস্য সচিব আবু সৈয়দ। অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক জহির আহমেদ চৌধুরী, ক্লাবের সদস্য ও উপদেষ্টা কোচ নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, ব্রদার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, নবগঠিত ফুটবল কমিটির সদস্য আজাদ উল্লাহ নিজাম, মো. আলমগির, পাপলু, আজহারুল হক আজাদ, জামাল উদ্দিন সরুজ, আশিকুর রহমান, সাইফুদ্দিন সাইফ, আব্দুল বাতেন, মো. সৈয়দ, আব্দুল জলিল, ম্যানেজার গাজী মো. শহিদ উল্লাহ, সহকারী ম্যানেজার আব্দুল মাবুদ, সিজেকেএস কাউন্সিলর সৈয়দ জিয়া উদ্দিন সোহেল, কোচ মো. নাসির প্রমুখ। বিজ্ঞপ্তি
খেলা