বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে অল্প সময়েই বিশ^ দরবারে প্রতিষ্ঠা পেয়েছিলেন। জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করার বিরল কৃতিত্বের অধিকারীও জিয়াউর রহমান। তিনি গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। গতকাল বুধবার বিকালে নগরীর কাজির দেউরীস্থ নাছিমন ভবন দলীয় কার্যালয়ে মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র তারেক রহমানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না।
প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। দেশের সকল সমস্যা সমাধান করার লক্ষে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের জান মাল রক্ষায় জনগণকে প্রতিরোধের মিছিলে আনতে মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন। এ সময় আরো বক্তব্য রাখেন নগর মহিলা দলের সহ সভাপতি জেসমিনা খানম, খালেদা বোরহান, সাহেদা খানম মালা, সিনিয়র যুগ্ম সম্পাদক সকিনা বেগম, যুগ্ম সম্পাদক আখি সুলতানা, রেজিয়া সুলতানা মুন্নি, সাহেরা বেগম, কামরুন নাহার লিজা, দপ্তর সম্পাদক নাছরিন বাপ্পি, দেওয়ান মাহমুদা আক্তার লিটা, ফারহানা জসিম, সায়েমা হক, জিন্নাত রাজ্জাক, তাসলিমা আহামেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর