নিজস্ব প্রতিবেদক »
নগরের বাকলিয়া এলাকায় খালি বাসা থেকে জয়ন্তী দাশ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানাধীন মাস্টারপুল এলাকার মাবুদ ম্যানশনের চতুর্থ তলার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জয়ন্তী দাশ বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে স্বপন দাশের মেয়ে।
নিহতের পিসতুতো ভাই নয়ন দেব সুপ্রভাতকে বলেন, ‘আমার মামা-মামী দু’জনই চাকরিজীবী। মামী একটি এনজিওতে চাকরি করেন। আর মামার গাড়ির গ্যারেজ আছে। সকালে দু’জনই চাকরিতে যাওয়ার পর জয়ন্তী বাসায় একা ছিল। দুপুর সাড়ে বারটার দিকে প্রতিবেশীর মাধ্যমে জানতে পেরে মামা-মামী বাসায় আসার পর খাটের উপর অচেতন অবস্থায় জয়ন্তীকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জয়ন্তী প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক। তিনি সুপ্রভাতকে বলেন, ‘জয়ন্তীকে পরিবার থেকে মোবাইল ফোন দেওয়া হয়নি। কিন্তু তার কাছে মোবাইল ফোন পাওয়া গেলে বাবা-মা তাকে জেরা করেন। অভিমানের কারণে এমন আত্মহত্যা ঘটতে পারে।’
তিনি ডাক্তারের বরাত দিয়ে বলেন, ‘কীটনাশক বা ট্যাবলেট জাতীয় বিষপানে তার মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে মামলাও হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মূল বিষয় জানা যাবে।’