দূষিত পানির কারণে চান্দগাঁও এলাকার পুকুর, জমি, নালাসহ ব্যবহারের সব কিছুতেই চরম ক্ষতি হচ্ছে।
পলিথিনসহ অন্যান্য দূষিত বর্জ্য ব্রাহ্মণসাই খালে পড়ে খালের পানি দূষিত হচ্ছে। শুধু তাই নয় এই কালো পানি হালদা এবং কর্ণফুলীতে পানির সাথে মিশে হালদার পানিকে বিষাক্ত করে তুলেছে। এই বিষয়গুলির উপর ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ উন্নয়ন পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের পরিচালককে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে পরিবেশ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি জাহাঙ্গীর কোম্পানী, সহ-সভাপতি এম লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আব্বাস, অর্থ সম্পাদক মো. ইমরান, সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ আচার্য, সদস্য মো. পারভেজসহ পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র বণিকের নেতৃত্বে ১০ জন পরিবেশ উন্নয়ন পরিষদের সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মহানগর