আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নগর শাখার উদ্যোগে শোকের মাস আগস্টে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে হালিশহর বি-ব্লক বায়তুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ। প্রধান বক্তা হিসেবে ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ইদ্রিস ও বোখারী আজম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ারুল ইসলাম বাপ্পী, সুজিত দাশ, ওসমান গনি মানিক, হায়দার আলী, আবদুল আজিজ, লুৎফর রহমান কিরন, মনজুর আলম, আবু তাহের, সুমন কান্তি নাথ, মো. মকসুদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর পরামর্শক্রমে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসূচি নিয়েছে। এর মাধ্যমে শোকের শক্তিতে গাছ লাগান, পরিবেশ ও মানুষ বাঁচান-এই স্লোগানে বঙ্গবন্ধুর আদর্শে মানবিক কর্মকা-ের মাধ্যমে সবসময় জনগণের পাশে থাকবে। বিজ্ঞপ্তি
মহানগর