প্রমার স্মরণানুষ্ঠানে বক্তারা
শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন এবং অনলাইনে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনলাইনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, শহীদ জায়া ও ভগ্নী বেগম মুশতারী শফি, কবি ও সাংবাদিক আবুল মোমেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী হাসান আরিফ। বক্তারা বলেন ‘বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ কীর্তি মুক্তিযুদ্ধ, ৭৫এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করা হয়েছিল, তৎপরবর্তী জাহানারা ইমাম যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, তাঁর এই আন্দোলন বাঙালিকে আশান্বিত করেছিল। জাহানারা ইমাম নিজের স্বামী পুত্রকে হারিয়ে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে আন্দোলন থেকে কখনো পিছিয়ে যাননি। আবৃত্তিশিল্পী রাশেদ হাসান বলেন, ‘জাতির যেকোন ক্রান্তিলগ্নে জাহানারা ইমাম সবসময় আলোর মশাল হাতে জাতিকে পথ দেখিয়েছেন। জাহানারা ইমামের গঠিত গণআদালতের মাধ্যমেই আজকের বাংলাদেশে শুরু হয়েছে যুদ্ধাপরাধিদের বিচারের প্রক্রিয়া। জাহানারা ইমামের আদর্শকে বুকে ধারণ করে প্রগতিশীল তরুণ সমাজ এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধিদের বিচারের প্রক্রিয়া সম্পন্ন করবে’।
প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ জননীকে নিবেদিত কবিতা পাঠ করেন প্রমার সহসভাপতি কঙ্কন দাশ ও জেরিন মিলি, তাজুল ইসলাম, মোহিত বিশ্বাস, এটিএম সাইফুর রহমান, পাপিয়া গোমেজ, সুুতপা চক্রবর্তী, মঞ্জুর মুন্না, পার্থ প্রতিম মহাজন, নাজমুল আলীম সাদেকী, মামুরা মমতাজ দীপা, তৃষিতা চৌধুরী, শর্মি নন্দী, মৃন্ময়ী সাহা, রুনা চৌধুরী, রাবেয়া সুলতান, ফাহিম উদ্দীন, আচরারুল হক, মৌসুমী চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি