মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা এম. সলিমুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শের প্রাণ সঞ্চার করে গেছেন। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে জীবনের শেষ পর্যন্ত সততা নিষ্ঠার সাথে রাজনীতি করে গেছেন। শহীদ জিয়ার নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়নি এম.সলিমুল্লাহ।
শহীদ জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা, এটা ইতিহাস স্বীকৃত। ইতিহাস যারা বিকৃত করবে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না।
স্বাধীনতার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতাকে যুদ্ধে আহবান জানিয়েছে।
তিনি ২৭ আগস্ট দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা এম সলিমুল্লাহ কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন শেষে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর বিএনপি নেতা ইউছুফ সিকদার, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার, সহ-সভাপতি ওসমান গনি, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রহমান টিপু, বিএনপি নেতা গুলজার হোসেন লেদু, মোহাম্মদ খোরশেদ, ইসমাইল খান, মোহাম্মদ সালাউদ্দিন, মাইনুদ্দিন খান রাজিব, মোহাম্মদ জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি