নিজস্ব প্রতিবেদক <
সারাদেশ টিকাদান কর্মসূচির ৩০ তম দিনে গতকাল রোববার চট্টগ্রামে টিকা নিয়েছেন ৫ হাজার ৯১৯ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত চট্টগ্রামে টিকা নিয়েছেন ৩ লাখ ৮০ হাজার ২৬৭ জন। এরমধ্যে নগরীতে ২ লাখ ৭ হাজার ৯৬০ জন এবং ১৪ উপজেলায় ১ লাখ ৭২ হাজার ৩০৭ জন।
গতকাল পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছে ৪ লাখ ৭৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে নগরীতে ২ লাখ ৬০ হাজার ৭৬৪ জন এবং উপজেলায় ২ লাখ ১৫ হাজার ৮৮১ জন।
গতকাল নগরীতে ৩ হাজার ৭৯২ জন এবং ১৪ উপজেলায় ২ হাজার ১২৭ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে চট্টগ্রামের ১৪টি উপজেলায় টিকা নেওয়া ২ হাজার ১২৭ জনের মধ্যে লোহাগাড়ায় ৬০ জন, রাঙ্গুনিয়ায় ১৯০ জন, ফটিকছড়িতে ১০০ জন, বাঁশখালীতে ১৪০ জন, আনোয়ারায় ৯০ জন, সীতাকুণ্ডে ৩৫০ জন, সাতকানিয়ায় ১৩৪ জন, রাউজানে ১৯৭ জন, মীরসরাইয়ে ১৬১ জন, চন্দনাইশে ১৬৩ জন, বোয়ালখালীতে ১২৪ জন, হাটহাজারীতে ২০০ জন, সন্দ্বীপে ৫৪ জন এবং পটিয়ায় ১৬৪ জন টিকা গ্রহণ করেন।
এ মুহূর্তের সংবাদ