৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭ শতাংশ : ইসি সচিব

সুপ্রভাত ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট শুরুর পর সারা দেশে বেলা ৩টা পর্যন্ত গড়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, নানা অনিয়মের অভিযোগে এখন পর্যন্ত সাতটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভোটার বাড়ে।

ইসি জানায়, সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রংপুরে ২৬ ভোট পড়েছে। সেই হিসেবে গড়ে আটটি বিভাগে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

এর আগের ব্রিফিংয়ে ইসি সচিব জানান, সারা দেশে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে ১৮ শতাংশ ভোট পড়ে। দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটায়। বিকাল টানা ৪টা পর্যন্ত নেওয়া হবে ভোট।