২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের সব সিরিজের সূচি চূড়ান্ত

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। এর পরবর্তী চার বছরের জন্য বাংলাদেশের সকল দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে। গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। যদিও সিরিজগুলোর তারিখ ও সময় চূড়ান্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড। খবর ডেইলি-বাংলাদেশ’র।

প্রকাশিত সূচিতে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫৭ টি-২০ খেলবে বাংলাদেশ। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত বাংলাদেশ দলই সবচেয়ে বেশি ওয়ানডে খেলবে। এই চার বছরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশের চেয়ে বেশি ১৪৬ ম্যাচ খেলবে শুধু ওয়েস্ট ইন্ডিজ।

আসন্ন এফটিপি অনুযায়ী বাংলাদেশের সিরিজ সূচি:
২০২৩ সাল: মার্চ-ইংল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-২০ (হোম)। মার্চ, এপ্রিল-আয়ারল্যান্ডের বিপক্ষে ১ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-২০ (হোম)। মে-আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৪ টি-২০ (অ্যাওয়ে), মে-আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৪ টি-২০ (অ্যাওয়ে)। জুন, জুলাই- আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ভারত),জুন-আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-২০ (হোম)। সেপ্টেম্বর-এশিয়া কাপ সেপ্টেম্বর-নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে (হোম)। নভেম্বর, ডিসেম্বর-নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট (হোম), ডিসেম্বর – নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-২০ (অ্যাওয়ে)। ২০২৪ সাল: ফেব্রুয়ারি, মার্চ- শ্রীলংকার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-২০ (হোম), এপ্রিল-জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৫টি-২০ (হোম), জুন-টি-২০ বিশ্বকাপ (ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র)। জুলাই-আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-২০ (অ্যাওয়ে), আগস্ট, সেপ্টেম্বর-পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট (অ্যাওয়ে), সেপ্টেম্বর, অক্টোবর-ভারতের বিপক্ষে ২ টেস্ট, ৩ টি-২০ (অ্যাওয়ে),
অক্টোবর, নভেম্বর – দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট (হোম), নভেম্বর, ডিসেম্বর-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-২০ (অ্যাওয়ে), ২০২৫ সাল: ফেব্রুয়ারি, মার্চ-চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান), মার্চ, এপ্রিল-জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-২০ ( হোম), মে- পাকিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-২০ (অ্যাওয়ে), জুন, জুলাই- শ্রীলংকার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-২০ (অ্যাওয়ে)
আগস্ট- ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-২০ (হোম), সেপ্টেম্বর- এশিয়া কাপ। অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-২০ (হোম), নভেম্বর, ডিসেম্বর-আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-২০, ২০২৬ সাল: মার্চ, এপ্রিল-পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-২০ (হোম), এপ্রিল- নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-২০ (হোম), জুন-অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-২০ (হোম), জুলাই, আগস্ট-জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে (অ্যাওয়ে), আগস্ট-আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-২০ (অ্যাওয়ে)
অক্টোবর, নভেম্বর-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট (হোম), নভেম্বর, ডিসেম্বর-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে (অ্যাওয়ে), ২০২৭ সাল: ফেব্রুয়ারি- ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট (হোম) মার্চ-অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট (অ্যাওয়ে)।