নিজস্ব প্রতিবেদক :
নগরের হালিশহরের রহমানবাগ আবাসিক এলাকার একটি ভবন থেকে সোমবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই যুবতী চার-পাঁচ দিন আগে খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কেউ তাকে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। ওই যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি।
এ মুহূর্তের সংবাদ


















































