নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনিটরিং অভিযানে ফুটপাত হকারদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ৩ পুলিশ সদস্য ও চসিকের ৪ পরিচ্ছন্ন কর্মকর্তা আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন চসিক। সোমবার বিকেল সাড়ে ৩টায় নিউ মার্কেটের রেল স্টেশনের সামনে সিটি করপোরেশনের মনিটরিং অভিযান চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রেল স্টেশনের সামনে এক হকার নেতাকে ফুটপাতে জেনারেটর রাখার কারণে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনার পর হকাররা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলের একপর্যায়ে রাস্তার পাশে থাকা ইটের স্তুপ থেকে ইট নিয়ে পুলিশের ওপর নিক্ষেপ এবং উচ্ছেদ কাজে ব্যবহৃত সিটি করপোরেশনের ৪টি গাড়ি ভাঙচুর করা হয়।
ইকবাল নামে এক প্রত্যক্ষদর্শী যুবক বলেন, প্রথমে হকাররা মিছিল নিয়ে পুলিশের ওপর ইট নিক্ষেপ করে এবং ধাওয়া করে নিউমার্কেটের মোড় থেকে রেল স্টেশন পর্যন্ত নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ হকারদের পাল্টা ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় আধঘণ্টা নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পুলিশ নিউমার্কেট মোড় এবং রেল স্টেশনের সামনে অবস্থান করে।
জরিমানা প্রদানকারী মাসুম নামের হকার সমিতির এক নেতা বলেন, ‘আমি ১০ মিনিট সময় চেয়েছি, আমাকে দেয়নি, বরং আমাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।’
জানা যায়, বৃহস্পতিবার নগরীতে বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করে নগরীর নিউমার্কেট এলাকার ফুটপাত মুক্ত করে চট্টগ্রাম সিটি করপোরেশন। পরবর্তীতে এসব এলাকায় পুনর্দখল ঠেকাতে আবারও মনিটরিং অভিযানে নামেন চসিক। এরই ধারাবাহিকতায় সোমবার ফলমণ্ডি থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী, চৈতী সর্ববিদ্যা, মো. সাব্বির রহমান সানি।
অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, ‘অভিযানে তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় দখলদাররা বাধা দিলে পুলিশের সহয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দখলদারদের হামলায় ৩ পুলিশ ও চসিকের ৪ কর্মী আহত হন। দখলদাররা ২টি ডাম্প ট্রাক, ১টি পিকআপ ও ১টি এরিয়াল লিফট ভাঙচুর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে চসিক।’
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম জানান, ‘তারা সঙ্গবদ্ধভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের পিছনে ইন্ধনদাতা রয়েছে। ঘটনার ফুটেজ রয়েছে আমাদের কাছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে ফুটপাত হকার সমিতির সাধারণ সম্পাদক লোকমান হাকিম বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম, তাই এ বিষয়ে আমি কিছু জানি না।’
ঘটনাস্থলে উপস্থিত সিএমপি’র দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা বলেন, ‘হকারদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’
আহতদের বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জানান, ‘ঘটনার পর ৩ পুলিশ সদস্য চিকিৎসা নিতে এসেছিলেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।’
টপ নিউজ