নিজস্ব প্রতিবেদক :
সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে নিজের রক্ত দিয়েও বাঁচাতে পারলেন না নগর পুলিশের এক সদস্য। বুধবার সকাল দশটার দিকে জাকির হোসেন সড়কের গৃহায়ন কর্তৃপক্ষের অফিসের সামনে কাভার্ডভ্যানের চাপায় ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে নিজের রক্ত দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন খুলশি থানার এসআই নুরুল আফসার। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। নিহত ওই বৃদ্ধের নাম মো. জাফর। তার বাসা আতুরার ডিপো এলাকায়। পেশায় তিনি ছিলেন ফার্নিচার মিস্ত্রি। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। চালক পলাতক আছেন। তবে সহকারীকেও আটক করা হয়েছে।
খুলশি থানার ওসি প্রণব চৌধুরী জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলেন জাফর। এসআই নুনল আফসার তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। নিজে এক ব্যাগ রক্ত দিয়ে আরও চার ব্যাগ রক্ত সংগ্রহ করে দেন। ওষুধের ব্যবস্থাও করেন। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে ওই বৃদ্ধ মারা যান।
স্বদেশ