পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক <<
সুপ্রভাতের ভূঁইয়া নজরুলসহ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৯ সাংবাদিক। চতুর্থবারের মতো বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) আয়োজিত এই অ্যাওয়ার্ড তৃতীয়বারের মতো উঠেছে সুপ্রভাতের প্রধান প্রতিবেদকের হাতে।
এর আগে ২০১৬ ও ২০১৭ সালে ঢাকার বাইরে ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার পর ২০১৯ সালের ‘প্রমিজিং পোল্ট্রি রিপোর্টার্স অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান তিনি। গতকাল রোববার সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।
বিপিআইসিসি সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার শিকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী শামস আফরোজ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল জলিল। এছাড়া জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন টিভি টুডে’র এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম।
উল্লেখ্য, বিপিআইসিসি ২০১৬ সাল থেকে পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে।
করোনার কারণে গত বছর অনুষ্ঠানের আয়োজন না করে একবছর বিলম্বে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। ‘পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’-এ জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের ৯ জন, টেলিভিশনের ৬ জন, অনলাইন ও ম্যাগাজিনের ৪ জনসহ মোট ১৯ সংবাদ প্রতিবেদককে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কথা স্মরণ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, দেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে অচিরেই যুক্ত হতে যাচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে, কোভিড মহামারি সত্ত্বেও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়তে হলে আমাদের দরকার স্বাস্থ্যবান ও মেধাবী জাতি। তাই সবার জন্য পুষ্টি নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে ডিম, দুধ, মাছ, মাংসের কনজাম্পশন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেন, পূর্বের তুলনায় গণমাধ্যমের কাছে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সংবাদ-মূল্য অনেক বেড়েছে। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম প্রশংসনীয় ভূমিকা রাখছে।
পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমান। তিনি বলেন, বিগত কয়েক বছরে পোল্ট্রি বিষয় নিয়ে বেশকিছু ইন-ডেপথ রিপোর্ট সকলের নজর কড়েছে। সংবাদপত্র এমনকি টেলিভিশনেও সিরিজ রিপোর্ট প্রকাশিত হচ্ছে।
‘দৈনিক সংবাদপত্র’ ক্যাটাগরিতে ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মরিয়ম সেঁজুতি; দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন; দি নিউজ টুডে’র সিনিয়র স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মিচেল। ‘ঢাকার বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন সাপ্তাহিক চৌদ্দগ্রাম এর নির্বাহী সম্পাদক এবং দৈনিক ফেনীর সময়’র চৌদ্দগ্রাম প্রতিনিধি মো. এমদাদ উল্যাহ। ‘টিভি ও রেডিও’ ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সুশান্ত সিনহা, চ্যানেল-২৪ এর কৃষি বিষয়ক প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী এবং মোহনা টিভি’র স্টাফ রিপোর্টার তানজিলা নিঝুম। বার্তা-সংস্থা/অন-লাইন ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পান পরিবর্তন ডটকম’র স্টাফ রিপোর্টার, বর্তমানে বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তাসলিমুল আলম তৌহিদ। ‘পোল্ট্রি ও কৃষি বিষয়ক ম্যাগাজিন/অনলাইন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন এগ্রিনিউজ২৪.কম এর সম্পাদক মো. খোরশেদ আলম (জুয়েল)। এছাড়াও ‘প্রমিজিং পোল্ট্রি রিপোর্টার্স অ্যাওয়ার্ড’ লাভ করেন- এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট মাকসুদুল হাসান; জাগোনিউজ২৪ডটকম’র বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জল; যুগান্তরের সিনিয়র রিপোর্টার মো. মিজানুর রহমান চৌধুরী; ইত্তেফাক’র সিনিয়র রিপোর্টার মো. নিজামুল হক, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ; ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুন্না রায়হান; সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজল আব্দুল্লাহ; ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট শাহীদ আহমেদ; সুপ্রভাত বাংলাদেশের চিফ রিপোর্টার ভূঁইয়া নজরুল এবং এগ্রিকেয়ার২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার মো. আবু খালিদ।