সুপ্রভাত ডেস্ক :
বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষের জীবনযাত্রা ও চোরাচালানের গল্পে ‘বর্ডার’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেতা, নির্দেশক আশীষ খন্দকার। আসাদ জামানের কাহিনি ও সংলাপে চলচ্চিত্র পরিচালনা করেছেন সৈকত নাসির। টানা ২০ দিনের শুটিংয়ে গতকাল মঙ্গলবার ছবির দৃশ্যধারণ শেষ হয়েছে। খবর বিডিনিউজের।
চলচ্চিত্রে খলচরিত্রে দেখা যাবে অভিনেতা আশীষ খন্দকারকে; ভিন্ন লুকে তুলে আনা হয়েছে তাকে।
সৈকত নাসির বলেন, ‘যে গল্পে রাজনীতি, গ্যাং কালচার, সামাজিক জীবন, পারিবারিক জীবন, মাদকের আগ্রাসন এহেন কিছু নাই যাকে একসঙ্গে গাঁথা হয়নি। নিজের কাজ বলেই বলছি এমন না। সত্যিকার অর্থেই বর্ডার করতে পেরে আমি অন্যরকম আরাম অনুভব করছি। বুক চিতিয়ে বলতে ইচ্ছে করছে দবর্ডা’র’ সত্যিকার অর্থেই অন্যরকম গল্পের ছবি। বাকীটা দর্শকই নিরূপণ করবেন।’ ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এ ছবিতে অভিনয় করেছেন আশীষ খন্দকার ছাড়াও অভিনয় করেছেন সাঞ্জ জন, অধরা খান, মৌমিতা মৌ, ফারুক সুমন।
বিনোদন